আলোচনার কেন্দ্রবিন্দু মাসুদ
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নতুন রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও সফল রপ্তানিমুখী শিল্প উদ্যোক্তা মাসুদুজ্জামান মাসুদ। বহু বছর ধরে সমাজসেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রেখে নারায়ণগঞ্জবাসীর আস্থা অর্জনকারী এই মানবিক ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ ৫ আসনের এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
মডেল মাসুদের গণজোয়ারে শহরের অলিগলি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজনৈতিক চত্বরে ছড়িয়ে পড়েছে আলোচনা। চারবার জাতীয় রপ্তানীতে অসামান্য অবদানের জন্য সিআইপি (কমার্শিয়ালি ইমপোর্ট্যান্ট পারসন) সম্মাননায় ভূষিত এই শিল্প উদ্যোক্তা ব্যবসা, সমাজসেবা এবং ক্রীড়া সংগঠনের পাশাপাশি এবার মাঠের রাজনীতিতে সরাসরি নাম লিখিয়েছেন বলেই অনেকে দেখছেন তার সাম্প্রতিক কার্যক্রম ।শহরের গুরুত্বপূর্ণ মোড়, রাস্তার দেয়াল, দোকানের সামনে, বিলবোর্ড কিংবা সোশ্যাল মিডিয়া সবখানেই এখন একটাই আলোচনা, সদর-বন্দরবাসীর নেতা হবেন মডেল মাসুদ।
সবার ধারণা তিনি এমপি হলে সরকারি অনুদান ছাড়াও নিজের অর্থ দিয়ে হলেও জনকল্যাণ কাজে এগিয়ে আসবেন। এবং জনভোগান্তি মূলক কর্মকাণ্ড থেকে মুক্তি দিবেন।করোনার ভয়াবহতা যখন সমগ্র দেশকে স্থবির করে দিয়েছিল, তখন প্রথম লকডাউন হয়েছিল নারায়ণগঞ্জেই। অর্থনৈতিক চাকা থেমে গিয়েছিল, মানুষ পড়েছিল বিপদে। ঠিক তখনই মাসুদুজ্জামান মাসুদ হাজারো পরিবারের পাশে দাঁড়িয়েছেন খাদ্য, ওষুধ, নগদ অর্থ, অ্যাম্বুলেন্সসহ নানা সহায়তা নিয়ে। রাজনৈতিক কোন পদে না থেকেও নিজের অর্থেই করেছেন বিশাল আয়োজন। এই সংকটে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন “নারায়ণগঞ্জের সন্তানের প্রতীক”।
এরপর ২০২০ সালে তল্লা মসজিদ বিস্ফোরণে শহর কেঁপে উঠলে, নিহতদের পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ান মাসুদ। শুধু সহানুভূতি নয়, তিনি দিয়েছেন টেকসই সহায়তা চাকরি, চিকিৎসা, পরিবার চালানোর জন্য আর্থিক অনুদান। দীর্ঘদিন রাজনীতির বাইরে থেকে সমাজসেবার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া মাসুদ এখন জনগণের চাপে রাজনীতির মাঠে নামতে বাধ্য হচ্ছেন বলে জানা যায়। শহরের জনগণ বিশ্বাস করে, তিনি জনপ্রতিনিধি হলে পরিবর্তন নিশ্চিত। এমন একজন স্বচ্ছ, বিতর্কহীন ব্যক্তির নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ এর ভাগ্য বদলাবে বলে আস্থা রাখতে চান নারায়ণগঞ্জ সদর-বন্দরের বিএনপির নেতা-কর্মী বা সাধারণ ভোটাররা।
সদর- বন্দরে মডেল মাসুদে গণজোয়ার এখন আর কোনো স্লোগান নয়, এটি একটি চলমান বাস্তবতা। তার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং বিগত দিনের অবদান এখন প্রমাণ করছে, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নতুন নেতৃত্বের চাওয়া মানেই মডেল মাসুদ।

আপনার মতামত লিখুন