সংসদ সদস্য – নগরপিতা আলোচনায় তিন
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে- এমনটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ এর সম্ভাব্য এমপি ও নগর পিতা মনোনয়ন প্রার্থীরা নিজ এলাকায় বেশ সরব হয়ে ওঠেছেন।এদের মধ্যে সাবেক এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন হতে মনোনয়ন প্রত্যাশি হলেও সম্প্রতি তারই ভাই বহিস্কৃত বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের বিবস্ত্র বিতর্কিত কর্মকান্ড ও বন্দরে জোড়া খুনের ঘটনায় আশার অনুসারিদের সম্পৃকতায় নাকচ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।যার ফলে কালামের মনোনয়ন প্রত্যাশায় কালিমা লেপন করেছেন মুকুল ও আশা।
অন্যদিকে, নগরপিতা হিসেবে সাখাওয়াত হোসেন খান ও মাকসুদুল আলম খোরশেদ আছেন বেশ আলোচনায়।এদের মধ্যে সাখাওয়াত বিগতদিনে রাজপথের আন্দোলনে ও সাত খুনের আইনজীবী হিসেবে কেন্দ্রের নজরে থাকলেও করোনাকালীন নিজের জীবন বাজি রেখে মানবসেবায় মাঠে থেকে তিনিও আছেন কেন্দ্রের বেশ সুদৃষ্টিতে ।যার ফলে দুজনের যে কেউ হতে পারেন আগামীদিনের নগর পিতা।এমনটাই ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে নানা কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে হতে পারে নতুন একটি মাইলফলক। নারায়ণগঞ্জকে এক নতুন রূপে সাজাতে চান এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। দেশের ব্যবসায়ী সমাজে পরিচিত মুখ আলোচিত ক্রীড়া অনুরাগী সংগঠক সমাজসেবক মো. মাসুদুজ্জামান মাসুদ এখন নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতির আলোচনার কেন্দ্রেবিন্দুতে।তাকে নিয়ে হাটতে শুরু করেছেন ভিন্ন বলয়ের হেভিওয়েট নেতারা।দিন দিন তার পাল্লা ভারি হচ্ছে।যেখানেই যাচ্ছেন দেখা যাচ্ছে তৃণমূলের উপচে পড়া ভীড়।তাকেই যেন পছন্দের শীর্ষে রাখছেন তৃণমূল।তবে এখন দেখার বিষয় কার হাতে উঠছে ধানের শীষের ঝান্ডা।

আপনার মতামত লিখুন