ছন্দ পতন আর হেনস্থায় ব্যাপক আলোচনায় নাঃগঞ্জ-৫ আসন
নানা কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন (সদর-বন্দর) জন্য নতুন একটি মাইলফলক হতে চলছে। যার ফলে এই নির্বাচনকে ঘিরে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে আসন্ন এই নির্বাচনের তফশিল এখনো ঘোষণা হয়নি। কবে নির্বাচন সেটিও চূড়ান্ত নয়। তবুও প্রার্থী বাছাইসহ নির্বচানি মাঠ গুছাতে ব্যস্ত সময় পার করছেন তৃণমূল।
এর মধ্য ঘটে গেছে অনেক অপ্রীতিকর ঘটনা। যা বন্দরবাসীর অনেকের মনে দাগ কাটলেও একই সাথে ফুঠে উঠছে সদর-বন্দর আসনের তৃণমূলের পছন্দের রুপরেখা।জানাগেছে আসন্ন নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হতে পারেন সাবেক এমপি আবুল কালাম।তিনি বয়সের বাড়ে ন্যুব্জ।দীর্ঘদিন আগেই অঘোষিত অবসরপ্রাপ্ত অভিভাবক এর ন্যায়।তার আওয়ামীলীগ ঘেষা ভাই মুকুলের ফলাফল নেট দুনিয়ায় ভাইরাল।
এচাড়াও চাপা সুরে শুনা যাচ্ছে বিএনপি নেতা সাখাওয়াতের নাম।তার বিরুদ্ধে রয়েছে আওয়ামীলীগ নেতার সম্পৃকতা।এক সময় শামীম ওসমানের সাথে সাখাওয়াতকে জড়িয়ে ২কোটি টাকার অনৈতিক লেনদেনের বেশ মুখরোচক নিউজ করতেন সাংবাদিকরা।আওয়ামী ঘেষা কারনে আজ বন্দরে নিজ মাতৃভূমিতে অপদস্থ হলেন মুকুল।আগামীদিনে বিক্রমপুরী সাখাওয়াত কতটা নিরাপদ তৃণমূলের আস্থার উপর নির্ভর করছে।যদিও বেশ আগেই তারই সহযোদ্ধা টিপুকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন চাষাড়া মারধরের মাধ্যমে।মন্দের ভাল বহিস্কৃত নেতা তৈমূরের ভাই খোরশেদকে নিয়ে অনেকে স্বপ্ন দেখলও কাল হয়ে দাড়িয়েছে তৈমূরের বিএনপি থেকে বহিস্কার।
এদিকে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বর্তমান হালচালে ,ভেসে উঠছে এক বিরল ছন্দপতন।আর ছন্দপতনের সেনাপতি হলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেন ব্যাংক পিএলসি’র অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বিএনপি নেতা মাসুদুজ্জামান। তাকে নিয়ে হাটতে শুরু করেছেন ভিন্ন বলয়ের হেভিওয়েট নেতারা।দিন দিন এর পাল্লা ভারি হচ্ছে।যেখানেই যাচ্ছেন দেখা তৃণমূলের উপচে পড়া ভীড়।তাকেই যেন পছন্দের শীর্ষে রাখছেন তৃণমূল।তবে এখন দেখার বিষয় কার হাতে উঠছে ধানের শীষের ঝান্ডা।

আপনার মতামত লিখুন