আমিই মনোনয়ন পাব।।আঙ্গুর
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির এক কর্মী সমাবেশ নারায়ণগঞ্জ -২ আসনের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর আমিই মনোনয়ন পাব বলে উল্লেখ করে বলেন কোন খারাপ লোক বিএনপির মনোনয়ন পাবে না।
আজ (৩০শে জুন) সোমবার বিকেলে আড়াইহাজারে তার নিজস্ব বিএনপির কার্যালয়ে বিএনপির এক কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি।
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা এমন কোন খারাপ কাজ করবেন না যাতে দলের বদনাম হয়। যারা গত ১০ মাসে চাঁদাবাজি সন্ত্রাসী , দখলদারিত্ব এবং ডাকাতদের আশ্রয়,প্রশ্রয় দিয়েছে এমন লোকের ঠাঁই বিএনপিতে হবে না। ক্লিন ইমেজের ব্যক্তিরাই বিএনপির মনোনয়ন পাবেন।দল যদি যাচাইবাছাই করে তাহলে আমি অবশ্যই মনোনয়ন পাব।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুবদলের সভাপতি আলী-আজগর, এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা মুন্জূর হোসেন মঞ্জু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাকির নকীব, তাতী দলের সাবেক সভাপতি হাজী মজিবুর এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন