নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মহানগর যুবদলের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট. মোঃ শরীফুল ইসলাম শিপলুর আয়োজনে বন্দর ২২ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে বাদ জুমা স্বল্পেরচক স্থিত বন্দর কবরস্থান সড়কের ওমর বিন খাত্তাব (রাঃ) জামে মসজিদে এই আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম শাহ মুয়াজ্জাম আল আজহারী। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা ও বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মোঃ জামান আহমেদ, মোঃ মনির, মোঃ মুজিবর, অত্র মসজিদ সভাপতি মোঃ আলী হোসেন কনট্রাক্টর, মোঃ ইব্রাহিম, মোঃ মিজান, মোঃ সোহেল, মোঃ আব্দুল গফুর, মোঃ কিরন, মোঃ শরীফ, মো জহির, মোঃ ইসলাম সহ স্থানীয় মুসুল্লি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও বেগম খাদেলা জিয়ার আসু রোগমুক্তি কামনা সহ জনাব তারেক রহমান এবং জীয়া পরিবারের সকলের মঙ্গল কামনা করা হয়। এসময় বিশেষ ভাবে দেশ জনগন নিজ এলাকার শান্তি কামনা করা হয়।