আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় আসিফ নজরুল উল্লেখ করেন, এখন পর্যন্ত ২৫ জেলায় আড়াই হাজার এমন মামলা শনাক্ত করা হয়েছে। এসব মামলা প্রত্যাহার করা হবে আগামী ৭ দিনের মধ্যে। এ ধরনের বাকি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে।
এছাড়া, আইন উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দায়েরকৃত সব মামলা ২ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে।
আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পরে যেসব হয়রানিমূলক মামলা হয়েছে, এর একটাও করেনি সরকার। এই মামলাগুলোর বস্তনিষ্ঠতা না থাকলে পুলিশ যেন কাউকে গ্রেফতার না করে সেজন্য সরকার নির্দেশনা দিয়েছে। বিচার বিভাগ এখন স্বাধীন, ন্যায় বিচার পাবে ভুক্তভোগীরা।