নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ নিলয় গ্রেফতার।

দেশবাণী২৪ডটকম
প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ । ৬:২৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি অত্যাধুনিক পিস্তলসহ এসএম ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়ার বেবি বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া এসএম ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজির ছেলে। বর্তমানে তারা সপরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাঢ়া জামতলা এলাকায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের সহায়তায় ফতুল্লা থেকে আমেরিকার তৈরি পিস্তল এবং গুলিবিহীন ম্যাগাজিনসহ এসএম ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেপ্তার করা হয়।

প্রকাশক ও সম্পাদক : আবদুল্লাহ আল মামুন । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃশিমুলতলীর বাজার,হাইজাদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোবাইলঃ 01923708085, ইমেইল : alm97384@gmail.com, ওয়েব সাইট : www.deshbani24.com

প্রিন্ট করুন