বন্দরে বহিষ্কৃতরা চাচার পাশেই
বন্দর প্রতিনিধিঃ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল আওয়ামীলীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন। সাথে তার একান্ত অনুনারী নাসিক সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ, হান্নান সরকার, গোলাম নবী মুরাদও বহিস্কৃত হন সাবেক এমপি সেলিম ওসমানের নির্বচনী জনসভার মঞ্চে উঠে। আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছর এরা সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করেন। ব্যবসা বানিজ্য নিয়ে বহাল তবিয়তেই ছিলেন। বিএনপি থেকে বহিস্কার হয়ে মিডিয়াতে বলেছিলেন আলহামদুলিল্লা। তবে ৫ আগষ্টের পট পরিবর্তনের পরেন বেকায়দায়। দলে ফিরতে বিএনপির বিভিন্ন সভা সমাবেশে নিজের কর্মী সমর্থকদের নিয়ে হাজির হতে দেখা গেছে বহিষ্কৃতদের। সুলতানকে দেখা গেছে বিএনপির বিতর্কিত নেতা জাকির খান মুক্তি পরিষদের মিছিলেও। তবে বহিষ্কার হওয়ার পর থেকেই নানা ভাবে দলে ফেরার চেষ্টায় আছেন আতাউর রহমান মুকুল। ধরনা দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতাদের দুয়ারে। কানাঘুসা আছে দলে ফিরতে একাধিকবার বৈঠক করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ এক নেতার সাথে। তবে এ বৈঠক শহরের এক অভিজাত ক্লাবে গোপনীয়তার মধ্যে হয়েছে। এর মাঝে ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরে বিশাল বিজয় মিছিল করেন আবুল কাউছার আশা আর বন্দরে পৃথক বিজয় মিছিল করেন চাচা আতাউর রহমান মুকুল। তাই এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ তৈরি হয়েছে চাচা মুকুল ও ভাতিচা আশার মধ্যে।
বিগত দিনে আবুল কাউসার আশা ও আতাউর রহমান মুকুল একজোট হয়েই রাজনীতি করেছে। তাদের মধ্যে বেশ ভালো রসায়ন থাকলেও এখন রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্য। কেউ কারো সিদ্ধান্ত মানতে নারাজ। ১৬ ডিসেম্বর বিজয় মিছিলে আগে নেতাকর্মীরা বিব্রতকর অবস্থায় পরে। মুকুলের ঘনিষ্ঠ বহিষ্কৃত সুলতান ও হান্নানকে দেখা যায় আশার প্রস্তুতি সভায়। ধারনা করা হয়েছিল বিজয় মিছিলে তারা আশার পাশেই থাকছেন। চাচা মুকুলের প্রোগ্রাম ফ্লপ হবে এবং তার রাজনীতির জবনিকা টানা হবে ১৬ই ডিসেম্বর। কিন্তু সকল ধারনাকে ভুর প্রমান করে মুকুল বন্দরে বিশাল বিজয় মিছিল করে তাক লাগিয়ে দেন এবং এই র্যালীতে পাশেই ছিলেন বিএনপি থেকে বহিস্কৃত সুলতান আহম্মেদ, হান্নান সরকার সহ তাদের অনুসারীরা। মুকুলের অনুসারী এবং বিএনপির রাজনীতিতে সক্রিয় অনেকে মন্তব্য করেন মুকুল বন্দরের রাজনীতির রাজা। অতীতে তার হাতেই বন্দরের পাঁচটি ইউনিয়ন ও নয়টি ওয়ার্ডের সকল ইউনিট কমিটি গঠন হয়। মুকুলের হতে গড়া সংগঠন পাশে থেকে মুকুলের মান রেখেছে।
আপনার মতামত লিখুন