আড়াইহাজারে আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আড়া্ইহাজারে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে প্রভাকরদী এলাকায় এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরূল ইসলাম আজাদ বলেন, মরহুম আরাফাত রহমান কোকো নিভৃতচারী সফল দেশপ্রেমিক ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন সাধারণ মানুষের মত জীবনযাপন করতেন।
তিনি দেশপ্রেমিক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতিতে কর্মক্ষেত্র না করে দেশের সামগ্রীক উন্নয়নে ভূমিকা রেখে ছিলেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে ঐতিহাসিক অবদান রেখেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক হাজী মাসুদুর রহমান মাসুদ, আড়াইহাজার ঊপজেলা সদস্য সচিব খোরশেদ আলম ভূইয়া,ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাঈল খান,তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, যবদল নেতা আবু মোহাম্মদ মাসুম,আড়াইহাজার উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও সাগর সিদ্দিকী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন