খুঁজুন
শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২

আমরা আতঙ্কের আড়াইহাজার চাই নাঃ পারভীন আক্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
আমরা আতঙ্কের আড়াইহাজার চাই নাঃ পারভীন আক্তার

বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াই হাজার) আসনের এমপি পদপ্রার্থী পারভীন আক্তার বলেন যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে, চোর ডাকাতকে আশ্রয়- প্রশ্রয় দিয়ে দলের বদনাম করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমরা আতঙ্কের আড়াইহাজার চাই না, শান্তির আড়াইহাজার গড়াই আমাদের মূল লক্ষ্য।

২০ জানুয়ারী সোমবার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হাইজাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩১ দফা আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ,গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন ।

এসময় পুলিশ প্রশাসনের উদেশ্য পারভীন আক্তার বলেন, কোন অপরাধী অপরাধ করার আগেই পুলিশ যেনো দ্রুত ব্যবস্থা গ্রহন করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেনো নিয়ন্ত্রনে থাকে।

আড়াইহাজার উপজেলা সদর সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তিনি বলেন কোন অনিয়ম, স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা বন্দ করেন। একজন মানবিক ডাক্তার হিসেবে রোগীদের সু-চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান তিনি।

এ সময় পথ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নাঃগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু,নাঃগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক সালাউদ্দিন মোল্লা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজল ফকির, আড়াই হাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের সভাপতি তসলিম উদ্দিন লিটন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, উপজেলা তাতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহসভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ- সভাপতি শিরিন সুলতানা মেম্বার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার,পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম, সাধারণ সম্পাদক মাছুমা বেগম,সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল,জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম,পৌর জাসাসের সিনিয়র সহ সভাপতি তাহের আলী, উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী,জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বন্দরে যুবদল নেতা হুমায়ুন বাহিনীর বেপরোয়া চাঁদাবাজি, থানায় মামলা

দেশবাণী ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
বন্দরে যুবদল নেতা হুমায়ুন বাহিনীর বেপরোয়া চাঁদাবাজি, থানায় মামলা

নারায়ণগঞ্জ বন্দরে একটি বাড়ির মালিকের কাছ থেকে চাদাঁ নেয়ার অভিযোগে যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মো. মহিউদ্দিন নামে লোক বাদী হয়ে একটি মামলা করেছেন ।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদাবাজি মামলার আসামিরা হলেন, হুমায়ুন (৪৪), মো. রফিক (৪৮), মো. শফিক (৪৫) ও আরিফ (৪২) ও অজ্ঞাত আরো ১০ জন ।

মহিউদ্দিনের অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানাধীন রূপালী গেইট আবিসিক এলাকা ২০ বছর যাবৎ ৫ শতাংশ জায়গার উপর একটি টিনসেট ঘর তুলে বাসাভাড়া দিয়ে আসছিল। সে বাড়িতে গিয়ে যুবদলের নেতা হুমায়ুন ও তার সাঙ্গপাঙ্গরা ৫০ হাজার টাকা ও প্রতিমাসে ৪ হাজার করে চাদাঁদাবি করে। গত ১৭ এপ্রিল রাতে বাদী ও তার ছোট ভাইকে আটকে রেখে ৫০হাজার টাকা হাতিয়ে নেয় ।

তাছাড়া জানাগেছে, হুমায়ুনের বিরুদ্ধে বন্দর আমিন র্যালী রূপালী আবাসিক এলাকায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজ হুমায়ুনকে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, সাবেক কাউন্সিল আবুল কাউসার আসা ও সদ্য কারামুক্ত জাকির খানের বিভিন্ন কার্যক্রমে নিয়মিত দেখা যায়। দলের প্রভাবশালী নেতাদের নাম ব্যবহার করে ৫ আগস্টের পর থেকে বন্দর ঘাট অটোস্ট্যান্ড সহ বিভিন সেক্টরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে হুমায়ুন তার নিজ ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়া দাবি করেন এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এতে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম সহ অনেকে জড়িত। তার এমন মন্তব্যে বন্দরবাসীর মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও মিশ্রপ্রতিক্রিয়া।

দেশ ও মানুষের কল্যাণে সুন্দর আড়াইহাজার গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।।আজাদ

দেশবাণী ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
দেশ ও মানুষের কল্যাণে সুন্দর আড়াইহাজার গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।।আজাদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দেশ ও মানুষের কল্যাণে সুন্দর আড়াইহাজার গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। যেখানে থাকবে না কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। আসুন ইফতারের আগ মুহূর্তে আমরা আজকে এই শপথ গ্রহণ করি।

বৃহস্পতিবার ( ২০ মার্চ) বিকেলে আড়াইহাজারের পাচরুখীতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সতগ্ৰাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আজকের ইফতার মাহফিল থেকে আপনারা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন পুরোপুরি সুস্থ হয়ে যেনো আমাদের মাঝে ফিরে আসেন। দোয়া করবেন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং সর্বোপরি আপনারা দোয়া করবেন জিয়া পরিবার ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের জন্য। দোয়া করবেন আমাদের সকলের পছন্দের নেতা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জনাব তারেক রহমানের জন্য। তিনি যেভাবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আল্লাহ যেন তাকে সুস্থ ও দীর্ঘায়ু দান করেন আমিন।

সাতগ্ৰাম ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আতাউর মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়াসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

“ধর্ষনকারীদের প্রকাশ্যে বিচার করতে হবে।। পারভীন”

দেশবাণী ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
“ধর্ষনকারীদের প্রকাশ্যে বিচার করতে হবে।। পারভীন”

আজ ১৯ মার্চ রোজ বুধবার আড়াইহাজার উপজেলা মহিলা দলের উদ্যোগে আড়াইহাজার আশিক সুপার মার্কেটে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ-২ আসনের সম্ভাব্য এম.পি প্রার্থী পারভীন আক্তার বলেন, ধর্ষন মহামারী রুপ নেওয়ায় ধর্ষনকারীদের সনাক্ত করে প্রকাশ্যে বিচারের দাবী জানান বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, গণতন্ত্র হুমকীর মুখে পড়ছে। দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গণতহ্যাকারী শেখ হাসিনাসহ তার দোসররা। পারভীন আক্তার আরও বলেন নির্বাচিত সরকারের অপেক্ষায় আছেন দেশবাসী, আমরা আওয়ামীলীগ ফ্যাসিবাদের মতো পুলিশী রাষ্ট্র চাই না। আমরা চাই রাষ্ট্রের মালিক থাকবেন দেশের জনগন। আমাদের নেতা বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সেই ভাবেই আমরা কাজ করে যাচ্ছি। দলের নাম ভাঙিয়ে যারা চাদাবাজী সন্ত্রাসী ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন, তাদের তালিকা প্রস্তুতের মাধ্যমে ইতিমধ্যে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। পারভীন আক্তার তার বক্তব্যে এসব কথা বলেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, আড়াইহাজার উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের সভাপতি তসলিম উদ্দিন লিটন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাস এর সিনিয়র সহ সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলা জিসাস এর সভাপতি শাহাদাত হোসেন বাবু ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিকামনায় মোনাজাত করা হয়।