কদমরসুল সেতুর নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
oplus_0
কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় বন্দর উন্নয়ন ফোরাম এর উদ্যোগে বন্দরের একরামপুরে সিএসডি গেট এলাকায় এই আয়োজন করা হয়।
ফোরামের আহবায়ক হাফেজ মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল লতিফ রানার সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, এডভোকেট শরিফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ ও আশিফুজ্জামান দুর্লভ, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, শিক্ষক আনোয়ার হোসেন, কদম রসুল কলেজের সদস্য সোহেল, শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সহ সাধারণ সম্পাদক শামসুর রহমান জসিম, ইঞ্জিঃ সালাম, সমাজসেবক আলী নওশাদ তুসার ।
পরে মানববন্ধনে যোগদান করে কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।
মানববন্ধনে বন্দর উন্নয়ন ফোরামের সাথে একত্মতা প্রকাশ করেন ‘পরিবর্তন’, ‘বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদ’, ‘বন্দর ক্লাব লিঃ’ ও ‘অবিচল রাজবাড়ী’ সহ বন্দরের বিভিন্ন সামাজিক সংগঠন। ভবিষ্যতে বন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কর্মসূচিতে তারা একসাথে কাজ করবেন বলেও জানান তারা।

আপনার মতামত লিখুন