জোড়া খুনের মামলার আসামী বহিস্কৃত হান্নান সুলতানকে নিয়ে কালামের শোডাউন
বন্দরের আলোচিত জোড়া খুনের মামলার আসামী ও বিএনপি থেকে বহিস্কৃত সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও সুলতান আহম্মেদকে নিয়ে শোডাউন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবুল কালাম। সোমবার (২০ অক্টোবর) বন্দর এলাকার নির্বাচনী শোডাউনে কালামের পাশে তাদের দেখা মিলেছে।
সূত্র বলছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ আসনে আলোচনায় রয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম। নির্বাচনকে কেন্দ্র করে তার বেশ সরবতা দেখা যাচ্ছে। বিএনপি দলীয় আন্দোলন সংগ্রামের সময়ে অসুস্থতাজনিত কারণে তার দেখা না মিললেও এবার নির্বাচনের সময়ে তিনি সুস্থ হয়ে উঠেছেন। সেই সাথে তিনি প্রতিনিয়তই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেকে জানান দিয়ে আসছেন।
তারই ধারাবাহিকতায় সোমবার বন্দরে অ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনী প্রচারণামূলক কর্মসূচি ছিলো। এদিন তিনি বন্দরের বিভিন্ন এলাকায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ করেন। সেই সাথে তিনি শোডাউনের মধ্য দিয়ে নিজেকে জানান দেন। আর এই জানান দিতে গিয়ে তার বিতর্কিত অনুসারীরাও প্রকাশ্যে এসেছেন।
আর এই দুই বিতর্কিত অনুসারী হলেন- সাবেক কাউন্সিলর হান্নান সরকার ও সুলতান আহম্মেদ। তারা দুইজনই একসময় বিএনপি নেতা ছিলেন।
তাদের মধ্যে হান্নান সরকার গত ২১ রাতে বন্দর উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুজন নিহতের ঘটনার একপক্ষের হত্যা মামলা আসামী। এই মামলায় গত ২৫ জুন গাজীপুর সদরের গাজীপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারও করা হয়েছিলো। তার সাথে তার দুই ছেলে জুনায়েদ ও ফারদিন গ্রেফতার করা হয়েছিলো।
এর আগে ২০২৩ সালে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছিলো। গত ৩০ ডিসেম্বর দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিস্কার করা হয়েছিলো।
তাদের মধ্যে বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান ও সুলতান আহম্মেদ ছিলেন। এবার তাদেরকে নিয়েই অ্যাডভোকেট আবুল কালাম নির্বাচনী প্রচারণামূলক কাজে অংশ নিয়েছেন। যা বিএনপির রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন