খুঁজুন
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক, ১৪৩২

চ্যালেঞ্জের মুখে জালাল হাজী সাম্রাজ্য

দেশবাণী ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
চ্যালেঞ্জের মুখে জালাল হাজী সাম্রাজ্য

নারায়ণগঞ্জের রাজনীতিতে একটি ঐতিহ্যবাহী পরিবার হচ্ছে বন্দরের হাজী জালালউদ্দিনের পরিবার। যিনি স্থানীয়ভাবে জালাল হাজী নামেই বেশী পরিচিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সাবেক সাংসদ হাজী জালালউদ্দিনের ছেলে এডভোকেট আবুল কালামও ছিলেন তিনবারের সাংসদ।তবে কালের পরিক্রমায় জৌলুস হারিয়ে আজ চ্যালেঞ্জের মুখে জালাল হাজীর পরিবার।

সূত্রে প্রকাশ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় তখন সেই প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন হাজী জালালউদ্দিন। ছিলেন সংসদ সদস্য এবং মহানগর বিএনপির সভাপতি। তার নেতৃত্বে নারায়ণগঞ্জে বিকাশ লাভ করেছিলো বিএনপির রাজনীতি। জালাল হাজীর হাত ধরে রাজনীতিতে পথচলা শুরু হয়েছিলো অনেক গুণী রাজনীতিবীদের। জালাল হাজীর মৃত্যুর পর তার ছেলে আবুল কালাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির হাল ধরেন এবং সদর-বন্দর আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বাবার ঐতিহ্য ধরে রেখে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে এডভোকেট আবুল কালাম সে সময়ে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। তবে ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে এডভোকেট আবুল কালাম ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে যেতে থাকেন।

ফের ২০১৭ সালে তিনি মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হন কিন্তু তার নেতৃত্বে মহানগর বিএনপি আন্দোলন সংগ্রামে ব্যর্থতার পরিচয় দেয়। রাজপথের আন্দোলনকে তিনি তার বাড়ির চার দেয়ালে বন্দি করে ফেলেন, ফলে সরকার বিরোধী আন্দোলনে মুখ থুবরে পরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। আর তাই মহানগর বিএনপির নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। জালাল হাজী পরিবারের তৃতীয় প্রজন্ম এডভোকেট আবুল কালামের একমাত্র পুত্র আবুল কাউসার আশাও বাপ-দাদার পথ ধরে ছোটবেলা থেকেই রাজনীতিকে পথ চলতে শুরু করেন। ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ কলেজের ভিপি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক। কিন্তু বিরোধী দলের রাজনীতিতে যতটা সক্রিয় থাকা উচিত ছিলো এবং সাবেক সাংসদের নাতি ও পুত্র হিসেবে যে ভূমিকা রাখার কথা ছিলো তা করতে রীতিমতো ব্যর্থ হয়েছে আবুল কাউসার আশা। বাবার মতো তিনিও গৃহবন্দি রাজনীতির চর্চা শুরু করেন, ফলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদকের দুটি পদই তিনি হারিয়ে ফেলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হওয়ার লোভে সরকারী দলের সাথে আতাঁতের অভিযোগও রয়েছে আবুল কাউসারের বিরুদ্ধে। আর এভাবেই নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারটি ধীরে ধীরে রাজনীতি থেকে হারিয়ে যেতে শুরু করে যা বর্তমানে প্রকট আকার ধারন করেছে।তাছাড়া সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল মুকুল এর সঙ্গে ঘটে যাওয়া কর্মকাণ্ডে এই পরিবারের মতাদর্শের মনে দেখা দিয়েছে আতংক ও শংকা।আর এমন অপ্রীতিকর অবস্থার পরিবারের সসদ্যের অনৈক্যই দায়ী করছেন তৃণমূল।

মাসুদুজ্জামান পক্ষে  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
মাসুদুজ্জামান পক্ষে  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর তাৎপর্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

আজ ৯ই নভেম্বর (রবিবার) বিকেলে নারায়ণগঞ্জের ১২ নং ওয়ার্ডে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

এসময় বক্তারা বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ পরিবর্তন চায়। তারা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ। মাসুদুজ্জামান মাসুদ একজন সৎ, নির্লোভ ও জনবান্ধব প্রার্থী হিসেবে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। গণসংযোগে জনতার উচ্ছ্বাস প্রমাণ করে, এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত।

বন্দরে চমক দেখালেন হাজী নুরুদ্দিন

বন্দর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
বন্দরে চমক দেখালেন হাজী নুরুদ্দিন

 

 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে তাক লাগানো গণসংযোগ  করে রীতিমত চমক দেখালেন হাজী নুরুদ্দিন। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরাজীকান্দা টোলপ্লাজা থেকে কলাগাছিয়া বাজার পর্যন্ত এই গণসংযোগে অংশ নেয় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।

 

 

গণসংযোগ উপলক্ষে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নারী-পুরুষ, তরুণ-যুবক থেকে প্রবীণ- সব বয়সের মানুষ দলে দলে যোগ দেন এই কর্মসূচিতে। স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

 

 

রাস্তাজুড়ে ধানের শীষ প্রতীক সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা প্রত্যেক এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করে বিএনপির উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন। সমাপনী বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীদুল্লাহ মুকুল।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য শহীদুল ইসলাম রিপন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, বিএনপি নেতা মনির হোসেন সরদারসহ বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

এসময়বক্তারা বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ পরিবর্তন চায়। তারা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ। মাসুদুজ্জামান মাসুদ একজন সৎ, নির্লোভ ও জনবান্ধব প্রার্থী হিসেবে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। গণসংযোগে জনতার উচ্ছ্বাস প্রমাণ করে, এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত।

 

 

গণসংযোগ শেষে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী একযোগে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের  ২ নেতা গ্রেপ্তার 

বন্দর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ণ
বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের  ২ নেতা গ্রেপ্তার 
বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ধৃতরা হলো  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়াগাও এলাকার মৃত শাহজাহান মিয়াজী ছেলে উপজেলা  আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রবি মিয়াজী (৫৩) ও বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সোনাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন (৪৫)।
ধৃতদের  মধ্য আওয়ামীলীগ নেতা রবি মিয়াজীকে বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪ নং মামলায় ও অপরধৃত ছাত্রলীগ নেতা সুমনকে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৫ নং মামলায় শুক্রবার (৭ নভেম্বর)  দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বন্দর থানার বালিয়াগাও ও দড়ি সোনাকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহী মসজিদ এলাকার ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আল আমিন প্রকাশ বুলবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবারাহ করে আসছিল। এর জের ধরে গত ২২ জুলাই ২০২৪ ইং রাত সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ইমরানসহ আ’লীগ সমর্থিতরা বন্দর শাহী মসজিদস্থ একটি অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন  লুটপাট করে নিয়ে। এ মামলায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা রবি মিয়াজীকে গ্রেপ্তার করে ওই মামলায়  আদালতে প্রেরন করা হয়।এ ছাড়াও ছাত্রলীগ নেতা সুমনকে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান,
বন্দরে ‘অপরেশন ডেভিল হান্ট’ অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বন্দর থানার দায়েরকৃত পৃথক  ২টি মামলায়  আদালতে প্রেরণ করা হয়েছে।
মাসুদুজ্জামান পক্ষে  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বন্দরে চমক দেখালেন হাজী নুরুদ্দিন বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের  ২ নেতা গ্রেপ্তার  রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী করতে কাজ করব।।অ্যাড. শিপলু গিয়াসউদ্দিনের বাসায় মান্নান